ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ১৪, ২০১৮
বেনাপোলে ইয়াবাসহ নারী আটক আটক মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইয়াবাসহ জামেনা বেগম (৪৫) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। জামেনা বেগম সাদিপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা জামেনা বেগমকে আটক করে বিজিবি সদস্যরা। এসময় তাকে তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক জামেনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।