ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাড়ি ফেরা হলো না আলেমার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, নভেম্বর ১৩, ২০১৮
বাড়ি ফেরা হলো না আলেমার

নীলফামারী: মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরা হলো না গৃহবধূ আলেমা বেগমের (৫৩)। পথেই ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হলো তার। 

সোমবার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের তিনবট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেমা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের আজিজুল ইসলামে স্ত্রী।

আলেমার মেয়ের জামাই শাহিনের বরাত দিয়ে উপজেলার মিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বাংলানিউজকে জানান, মেয়ের জামাই শাহিনের কাছ থেকে ১৪ হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলেমা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় তার কোমরে ওই টাকা পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।