ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪৯ করদাতাকে সম্মাননা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, নভেম্বর ১২, ২০১৮
বরিশালে ৪৯ করদাতাকে সম্মাননা  করদাতা সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দেবো’ স্লোগানে বরিশাল বিভাগের জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৪৯ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। 

সোমবার (১২ নভেম্বর) সকালে বরিশাল কর অঞ্চলের আয়োজনে নগরের হোটেল গ্র্যান্ড পার্ক সাউথ গেট বল রুম মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানার সভাপতিত্বে করদাতা সম্মাননা অনুষ্ঠানে অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল এবং বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি করপোরেশনের ৪৯ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।