ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, নভেম্বর ১২, ২০১৮
ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের বাইপাস মোড়ে বাসচাপায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে শরিফুলকে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।  

শরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কুটি দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ায় যাচ্ছিলো। এ সময় বাসটির সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে দুপুরে তিনি মারা যান। বাসটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।