ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় কিং ব্র্যান্ড এর ‘রাজসভা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, নভেম্বর ১২, ২০১৮
ভেড়ামারায় কিং ব্র্যান্ড এর ‘রাজসভা’ কিং ব্র্যান্ড এর ‘রাজসভা’। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট এর পরিবেশক, রিটেইলার ও রাজমিস্ত্রিদের নিয়ে  ‘রাজসভা’ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার পরিবেশক, রিটেইলার ও রাজমিস্ত্রিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

রাজসভায় কিং ব্র্যান্ড সিমেন্ট ভেড়ামারা পরিবেশক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম, এমসিএমএল, সাউথ উইং খন্দকার তাজরুল হাসান।

 

এসময় তিনি বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট প্রমাণ করতে সক্ষম হয়েছে মজবুত নির্মাণে এই সিমেন্টই সেরা। কিং ব্র্যান্ড সিমেন্ট দেশের মানুষের আস্থা অর্জন করে সুনাম অক্ষুণ্ন রেখেছে।  

তিনি আরো বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় কিং ব্র্যান্ড সিমেন্ট আরো এগিয়ে যাবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কিং ব্র্যান্ড সিমেন্টের খুলনার ডিভিশনাল সেলস ম্যানেজার, এমসিএমএল নুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, কিং ব্র্যান্ড সিমেন্টের দৌলতপুর পরিবেশক আরিফুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন কিং ব্র্যান্ড সিমেন্টের টেকনিক্যাল সেকশনের সিনিয়ার এক্সিকিউটর ইঞ্জিনিয়ার কাউসার হোসেন।  

অনুষ্ঠানে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার কিং ব্র্যান্ড সিমেন্টের সেলস কর্মকর্তা-কর্মচারী ৭০ জন রাজমিস্ত্রি ও রিটেইলারসহ শতাধিক লোক অংশ নেয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জন রাজমিস্ত্রিকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।