ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

শিবচরে লঞ্চ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, নভেম্বর ১১, ২০১৮
শিবচরে লঞ্চ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে লঞ্চ থেকে পদ্মা নদীতে পড়ে ওসমান গাজী (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ নভেম্বর) দুপুরে কাঁঠালবাড়ী ঘাট এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওসমান গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, রোববার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ি লঞ্চঘাটে শিমুলিয়াগামী প্রিন্স অব বিক্রমপুর নামের একটি লঞ্চে যাত্রী উঠছিল। এ সময় ওসমান গাজী লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক লঞ্চ শ্রমিক ও স্থানীয়রা নদীতে নেমে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার উপ পরিদর্শক (এসআই) মো. খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওসমান গাজী ঢাকায় তার ছেলে মেয়ের কাছে বেড়াতে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯  ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।