ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, নভেম্বর ১০, ২০১৮
টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং খুরের মুখ উপকূলীয় এলাকা থেকে ৮ লাখ ৪০ হাজার ইয়াবাসহ শাহেদ মিয়া (২২) নামে এক মিয়ানমারের যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১০ নভেম্বর) ভোরে সাবরাং খুরের মুখ উপকূলীয় এলাকার ঝাউ বাগানে অভিযান তাকে আটক করা হয়।  টেকনাফ-২ বিজিবির পরিচালক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাবরাং খুরের মুখ উপকূলীয় এলাকার ঝাউ বাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতর থেকে একটি বস্তাভর্তি ইয়াবাসহ আকিয়াব জেলার মন্ডু এলাকার নাসিম মিয়ার ছেলে শাহেদ মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।