ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, নভেম্বর ৮, ২০১৮
বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় নাগরিক আটক হুন্ডির টাকাসহ আটক ভারতীয় নাগরিক কাল মন্ডল

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় বাংলাদেশি তিন লাখ এক হাজার ১৫৫ টাকা ও ভারতীয় দুই হাজার ৪০০ রুপিসহ কালু মন্ডল (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ রপ্তানি গেটের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ট্রাকচালক কালু মন্ডল ভারতের উত্তর ২৪ পরগনার গোপলনগর থানার সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভারতীয় নাগরীককে বাংলাদেশ রপ্তানি গেটের সামনে থেকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি চালিয়ে বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি পাওয়া যায়।  

আটক ভারতীয় নাগরিক কালু মন্ডলের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি’র এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ