ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদোন্নতি পেলেন সিলেট জেলা-নগর পুলিশের ৯ কর্মকর্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, নভেম্বর ৮, ২০১৮
পদোন্নতি পেলেন সিলেট জেলা-নগর পুলিশের ৯ কর্মকর্তা

সিলেট: সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও জেলা পলিশের নয় কর্মকর্তা পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। 

পদোন্নতি প্রাপ্তদের সাতজন এসএমপির এবং দু’জন জেলা পুলিশে কর্মরত আছেন। তারা হলেন- এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাবেদুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার মো. রওশনুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) বিভুতি ভূষণ ব্যানার্জী, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সুদানে শান্তি মিশনে কর্মরত অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা, জেলা পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ এবং ইন হাউজ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ।

বুধবার (৭ নভেম্বর) ২৩৫ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে সিলেটের এ নয় কর্মকর্তা রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ