ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

নির্বাচন উপলক্ষে এবারের বিজয় দিবসের প্যারেড স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, নভেম্বর ৭, ২০১৮
নির্বাচন উপলক্ষে এবারের বিজয় দিবসের প্যারেড স্থগিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের জাতীয় বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) প্যারেড স্থগিত করা হয়েছে।

জাতীয় বিজয় দিবস উপলক্ষে বুধবার (৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী জানান, বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠান পালন হবে।

কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে রাষ্ট্রপতি, কূটনীতিকসহ ভিআইপিরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।