ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৪, নভেম্বর ৭, ২০১৮
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নাসির হোসেন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুশায়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

**ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ
**ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

তিনি জানান, পাটুরিয়া ঘাট এলাকায় আটটি, দৌলতদিয়ায় চারটি এবং মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে পাঁচটি ফেরি। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।