ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, নভেম্বর ৭, ২০১৮
মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত আটক রোহিঙ্গারা

কক্সবাজার: টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর দক্ষিণপাড়া সংলগ্ন সাগরের তীর থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

সোমবার রাতে তাদের আটকের পর মঙ্গলবার (০৬ নভেম্বর) বিকেলে ক্যাম্পে ফেরত পাঠানো হয়। এরা সবাই উখিয়ার থাইনখালী, বালুখালী, কুতুপালং, জামতলী, মধুরছড়া ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করতেন।

আটক রোহিঙ্গারা হলেন জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিন (২২), বালুখালীর মো. ইসলাম (২৬), মোছা. নুর বাহার (১৮), থাইনখালীর মো. খায়রুল আমীন (১৮), মোছা. আনোয়ারা বেগম (১৮), মো. রহিমুল্লাহ (১৬), মো. জাকের আহাম্মেদ (১৯), কুতুপালং ক্যাম্পের মো. ছাইদুল আমীন (১৯), মো. সুলতান (৪৫), মো. ফরিদুল আলম (১৮), টেকনাফ নয়াপাড়ার মো. হোসেন (১৭), বালুখালীর মোছা. বিবি খতিজা (১৮), মধুরছড়া মোছা. খোরশিদা (১৬) এবং মোছা. রফিজা (১৮)।

টেকনাফ ২ বিজিবির পরিচালক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, আটক রোহিঙ্গাদের মো. আইয়ুব আলী নামে আরেক রোহিঙ্গা মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে গত ২ নভেম্বর তাদের ক্যাম্প থেকে বের করে যান।  
আটক রোহিঙ্গারাসোমবার গভীর রাতে তারা টেকনাফের শাহপরীরদ্বীপ গোলারচরে পৌঁছালে মালয়েশিয়া পৌঁছেছে বলে তাদের বোট থেকে নামিয়ে দেয় দালাল চক্র।  

খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে মঙ্গলবার বিকেলে ক্যাম্পে ফেরত পাঠায়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।