ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোংলায় চিংড়ি ঘেরে ডুবে দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, নভেম্বর ৬, ২০১৮
মোংলায় চিংড়ি ঘেরে ডুবে দিনমজুরের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় চিংড়ির ঘেরে ডুবে আব্দুল করিম ফকির (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়ার বালুর মোড়ের একটি চিংড়ি ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার বাড়ি উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে।

 

চিলা ইউনিউয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, মৃগী রোগী আব্দুল করিম বিভিন্ন ঘেরে দিনমজুর হিসেবে কাজ করতেন। সকালে আব্দুল করিম ওই চিংড়ি ঘেরে নৌকা নিয়ে মাছ ধরছিলেন। এসময় মৃগী রোগে আক্রান্ত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।