ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, নভেম্বর ৫, ২০১৮
আবদুল আউয়াল মিন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ আবদুল আউয়াল মিন্টু (ফাইল ফটো)

ঢাকা: প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট প্রতিবেদন জমা দিয়ে ঋণ জালিয়াতি ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হলে সংস্থার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম জিজ্ঞাসাবাদ শুরু করেন।  

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত ৩১ অক্টোবর ব্যবসায়ী মিন্টুকে তলব করে মাল্টিমোড গ্রুপের অ্যাকর টাওয়ারের অফিসের ঠিকানায় নোটিশ দেয় দুদক।

চিঠিতে বলা হয়, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট প্রতিবেদন ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরে জমা দিয়ে ঋণ নেওয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।