ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২০ লাখ মিটার জাল জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, নভেম্বর ৪, ২০১৮
পাথরঘাটায় ২০ লাখ মিটার জাল জব্দ বিষখলী নদী থেকে জব্দ ২০ লাখ মিটার জাল। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখলী নদী থেকে ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (৪ নভেম্বর) দুপুরে জালগুলো জব্দ করা হয়। 

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেনেন্ট জহিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।  

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।