ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ গৃহবধূ গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, ডিসেম্বর ৩১, ২০১৭
নানিয়ারচরে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ গৃহবধূ গুলিবিদ্ধ

রাঙামাটি: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দুই নম্বর বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ আছিয়া ওই এলাকার মোশারফের স্ত্রী।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে কুকুরমারা এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক সংগঠনের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এসময় গরু আনতে গেলে গৃহবধূ আছিয়া গুলিবিদ্ধ হন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।