ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, ডিসেম্বর ২৯, ২০১৭
চৌদ্দগ্রামে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত পিকআপ ভ্যান দুর্ঘটনায় চালক নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লাল হোসেন (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন জেলার দেবীদ্বার উপজেলার দক্ষিণ হামলাবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ সার্জেন্ট আশিকুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী সবজিবোঝাই পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক বিল্লাল হোসেন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।