ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ নারী আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক মাহমুদা আক্তার মমতাজ (৪০) পৌর এলাকার মহিষালবাড়ী সাগরপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটক নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

 

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, সকালে উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজুরের নেতৃত্বে মহিষালবাড়ী সাগরপাড়া গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাজারের ব্যাগে ভর্তি পাঁচ প্যাকেট হেরোইনসহ মাহমুদা আক্তার মমতাজ নামের ওই নারীকে আটক করা হয়।  

ওসি বলেন, পাঁচটি প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন ছিলো। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।  

ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আলাদতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হবে বলেও জানান হিপজুর আলম মুন্সি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।