ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, ডিসেম্বর ২৮, ২০১৭
নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা বেলিব্রিজ নামক স্থানে বাসচাপায় মো. রুহুল আমিন (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আলমগীর হোসেন (২৮) নামে অপর আরোহী।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুহুল নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা।

নওহাটা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস নওহাটা বেলিব্রিজ নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রুহুল নিহত হন। এসময় গুরুতর আহত হন আলমগীর। আহত আলমগীরকে উদ্ধার করে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।