ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আটক বাংলাদেশি কিশোরীকে ফেরত দিল বিএসএফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, ডিসেম্বর ২৮, ২০১৭
আটক বাংলাদেশি কিশোরীকে ফেরত দিল বিএসএফ

শেরপুর: অনুপ্রবেশের দায়ে ২৪ ঘণ্টা ভারতে আটক থাকার পর এক বাংলাদেশি কিশোরীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাকে ফেরত দেওয়া হয়।

ফেরত আসা কিশোরী হলো- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর গোয়ালকান্দা গ্রামের ফয়েজুর রহমানের মেয়ে মোছা. তাছলিমা খাতুন (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দেড় মাস আগে প্রেমের টানে ভারতীয় এক যুবকের সঙ্গে অনুপ্রবেশ করে ওই কিশোরী ভারতের গুয়াহাটি চলে যায়। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জামালপুর মাখনেরচর ১০৭৩ নম্বর পিলার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিল সে। এসময় বিএসএফ তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোর্পদ করে। পরে ভারতের একটি আদালতের আদেশে বৃহস্পতিবার বিকেল তাকে ফেরত দেয় বিএসএফ।

সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী-সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে বিএসএফ তাছলিমাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

এসময় ভারতের তুরা জেলার ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম, নাকুগাঁও চেকপোস্টের পুলিশ সদস্য মো. আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।