ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভোলায় ৬৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, ডিসেম্বর ২৮, ২০১৭
ভোলায় ৬৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

ভোলা: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার জাল নোটসহ জামাল হোসেন (২৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে (২৮ ডিসেম্বর) উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। জামাল লালমোহন উপজেলার চরচিটিয়া গ্রামের শাজাহারের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চর রমেশ গ্রামে অভিযান চালানো হয়। এসময় জামালকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১ হাজার টাকার ৬৫টি জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।