ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাবেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের গুলুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া বেগম ওই উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চরআমখাওয়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

আহতরা হলেন- সানন্দবাড়ি এলাকার আকলিমা বেগম (৪০), সন্ধ্যা বেগম (৫৫), বৃষ্টি আক্তার (১৮) ও ওয়াজেদ আলী (১৫)।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সানন্দবাড়ি বাজার এলাকা থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের গুলুঘাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে রাবেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।