ঢাকা: ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে গ্রেফতারকৃত ব্লগার আসিফ মহিউদ্দিনকে ফের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মইনূল ইসলাম ৩ দিনের রিমান্ড শেষে আসিফ মহিউদ্দিনকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ফের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার আসিফ মহিউদ্দিনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবীসহ (সা.) অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়।
তবে আসিফের আইনজীবী মো. আলাউদ্দিন মোল্লা দাবি করেন, ২০১১ সালের ১ অক্টোবর ডিবি পুলিশ প্রথম আসিফ মহিউদ্দিনকে গ্রেফতার করে। এরপর তাকে ১৮ দিন ডিবি হেফাজতে রেখে বøগে আর লেখালেখি করবেন না মর্মে একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এরপর থেকে আসিফ মহিউদ্দিন আর কখনো ব্লগে লেখালেখি করেননি।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে গত ১ এপ্রিল সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ নামে আরও তিন ব্লগারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় ডিবি। তারা এখনও রিমান্ডে আছেন।
গত ১৪ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরায় ব্লগার আসিফের ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। আসিফ প্রাণে বেঁচে গেলেও শরীরে গুরুতর কয়েকটি জখম নিয়ে দীর্ঘ সময় হাসপাতালে কাটান।
আসিফের ওপর হামলার এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরে নিজের বাসার সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আরেক বøগার আহমেদ রাজীব হায়দারকে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৩
এমআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]