ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মাহী বি চৌধুরীর নামে মামলা করবে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, অক্টোবর ১৫, ২০২৫
মাহী বি চৌধুরীর নামে মামলা করবে দুদক মাহী বি চৌধুরী

প্রায় ২১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহী বদরুদ্দোজা চৌধুরীর (মাহী বি চৌধুরী) নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, অভিযোগ অনুযায়ী মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের ভোগ-দখলে রেখেছেন।

দুদক সূত্র জানায়, উক্ত সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের প্রকৃতি গোপন বা ছদ্মাবৃত্ত করার অসৎ উদ্দেশ্যে মাহী বদরুদ্দোজা ৬৮ একর জমির (মূল্য ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা) বায়না অর্থ পরিশোধপূর্বক নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরে জমিটি তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয়পূর্বক ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

মামলাটি দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।