ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

‘মিরপুরে অগ্নিকাণ্ড, লাশের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে আগুন নেভার পর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, অক্টোবর ১৫, ২০২৫
‘মিরপুরে অগ্নিকাণ্ড, লাশের বিষয়ে  নিশ্চিত হওয়া যাবে আগুন নেভার পর’ মিরপুরে অগিকাণ্ডে ফায়ার সার্ভিসের প্রেস ব্রিফিং

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানা বা কেমিক্যাল গোডাউনের ভেতরে আর কোনো লাশ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

তিনি বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। ঠিক কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।

কাজী নজমুজ্জামান বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগছে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা শ্বাস-প্রশ্বাসে সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও বাধা সৃষ্টি হচ্ছে। তাই মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোডাউনের ভেতরে কাজ চলছে, প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি। এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোনো লাশ নেই। তবে ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে। পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে, আরও লাশ আছে কি না। ”

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।