ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ১৫, ২০২৫
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ৯ জন

২০০৯ সালে ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৯ বন্দি মুক্তি পেয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, একই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসেছে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাদেরও মুক্তি দেওয়া হবে।

আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।