ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দুই সচিবের দপ্তর বদল, এনএপিডিতে সিদ্দিক জোবায়ের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ১২, ২০২৫
দুই সচিবের দপ্তর বদল, এনএপিডিতে সিদ্দিক জোবায়ের ফাইল ফটো

তিনজন সচিবের দপ্তর বদল করা হয়েছে।  এরমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নতুন সচিব পেয়েছে।

রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব নিয়োগ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) বদলি করা হয়েছে।

আর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মধ্যরাতের পর রাত ৩টায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ে জোর করে ঢুকে পড়ে গাড়ি ভাঙচুর করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের বের করে দেয়।

অভিযোগ রয়েছে, শিক্ষা সিদ্দিক জোবায়ের পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন না। এ কারণে তাকে ২৩ জুলাই প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।