ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয়: আদিলুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, অক্টোবর ৬, ২০২৫
পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয়: আদিলুর রহমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: জি এম মুজিবুর

পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় বলে উল্লেখ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ শীর্ষক বিশ্ববসতি দিবস-২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন, বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আদিলুর রহমান খান বলেন, শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, অপরিকল্পিত নগরায়ণের নেতিবাচক প্রভাব এখন দেশের প্রায় সব শহরেই দেখা যাচ্ছে। খুলনা ও বরিশালের মতো উপকূলীয় শহরগুলো জলবায়ু পরিবর্তনের অভিঘাতে গভীর সংকটে পড়েছে। ক্রমবর্ধমান জলাবদ্ধতা ও লবণাক্ততা কৃষি, জনজীবন এবং নগর অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে, যা দীর্ঘমেয়াদে নগর উন্নয়নের পথে বড় বাধা। এ পরিস্থিতি মোকাবিলায় একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলাই একমাত্র টেকসই সমাধান।

তিনি আরও বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে ভূমির সঠিক ব্যবহার, পরিবেশবান্ধব নগর সম্প্রসারণ, টেকসই অবকাঠামো, গণপরিবহন উন্নয়ন, নদী-খাল-সবুজায়ন সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগ যানজট ও জলাবদ্ধতা কমিয়ে শহরের বাসযোগ্যতা বাড়াবে।

শিল্প উপদেষ্টা তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করতে হবে, যাতে নগরায়ণ হয় সবার জন্য অন্তর্ভুক্তিমূলক। একইসঙ্গে প্রশাসনিক সেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সল্যুশন প্রয়োগ নাগরিক সেবা আরও স্বচ্ছ ও কার্যকর করবে।

আদিলুর রহমান খান বলেন, পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয়; এটি মানুষের জীবনমান উন্নয়নের চাবিকাঠি। সাময়িক কোনো পরিকল্পনা নয়, আমাদের প্রয়োজন সামগ্রিক ও সমন্বিত উদ্যোগ। তাহলেই আমরা আধুনিক, টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পারব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম প্রমুখ।

আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।