ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাঁচামরিচের দাম কমলো কেজিতে ২০০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, অক্টোবর ৬, ২০২৫
কাঁচামরিচের দাম কমলো কেজিতে ২০০ টাকা

টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছিল কাঁচামরিচের বাজার। তবে দুর্গাপূজার ছুটি শেষে ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করায় ঢাকার বাজারে দাম কমতে শুরু করেছে।

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে প্রায় ২০০ টাকা।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিরপুরের বিভিন্ন বাজারে দেখা যায়, কাঁচামরিচ প্রকারভেদে কেজিতে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করায় দাম কমতির পথে রয়েছে।

তালতলা বাজারের তরকারি বিক্রেতা রফিক জানান, পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম কমতে শুরু করেছে। শনিবার ৪৫০, রোববার ৩২০ টাকায় বিক্রি করলেও আজ ২০০ টাকায় বিক্রি করছেন। সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে মরিচের।  

তবে ভোক্তারা মনে করছেন, চার-পাঁচ দিনের মধ্যে দাম আকাশছোঁয়া হওয়ার পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে। তাদের মতে, কয়েক দিনের মধ্যে দাম দিগুণ হওয়ার কোনো বৈধ কারণ নেই; এটি সম্পূর্ণভাবে সিন্ডিকেটের কৌশল।

এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারে কেনাকাটা করতে আসা ভোক্তা নজরুল ইসলাম বলেন, একটা দেশ থেকে কাঁচামরিচ আসা বন্ধ থাকলে রাতারাতি দাম দ্বিগুণ হবে — এটা কোনো যুক্তি হতে পারে না। এখানে সরকারের ব্যর্থতা রয়েছে। দুই-চার দিনের মধ্যে কারসাজি চক্র হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা।

গত তিন-চার দিনে হঠাৎ করেই কাঁচামরিচের দাম কেজিতে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে ঢাকার বাজারে। আজ দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন দুই দেশের মধ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।