ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শনিবার খাগড়াছড়িতে ফের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, সেপ্টেম্বর ২৬, ২০২৫
শনিবার খাগড়াছড়িতে ফের সড়ক অবরোধ

অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মারমা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত অপর দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে আবার শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র উক্যেনু মারমা।

তিনি বলেন, ঘটনায় জড়িত অপর দুজনকে আমরা গ্রেপ্তারের দাইব জানাচ্ছি। আপাতত আমরা আসন্ন দুর্গাপূজার জন্য কোনো কর্মসূচি দিচ্ছি না। দাবি বাস্তবায়ন না হলে দুর্গাপূজার পর আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গি স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ি নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী সমাবেশ করে জুম্ম ছাত্র-জনতা। সমাবেশে আরও বক্তব্য রাখেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, মংসাই মারমা প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মারমা স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে শয়ন শীল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।