ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৬ লাখ টাকা প্রতারণা: মগবাজার থেকে প্রতারক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, সেপ্টেম্বর ১৮, ২০২৫
৬ লাখ টাকা প্রতারণা: মগবাজার থেকে প্রতারক গ্রেপ্তার মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর

রাজধানীর রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা মামলার আসামি মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭)কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সেলিনা পারভীন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

তিনি জানান, ভুক্তভোগী মো. আব্দুল হাই (৫১) একজন ব্যবসায়ী। ২০২৩ সালের ২ অক্টোবর বিকেলে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনকল করে নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। ক্রেডিট ও ডেবিট কার্ড আপগ্রেড করার কথা বলে আব্দুল হাইয়ের কার্ড নম্বর সংগ্রহ করেন। এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে মেসেজ পাঠিয়ে পিনকোড সংগ্রহ করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেন।

প্রথমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি কার্ড থেকে দুই দফায় ১ লাখ টাকা এবং পরে ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১০ দফায় মোট ৫ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারক। সর্বমোট ৬ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩ অক্টোবর ২০২৩ পল্টন মডেল থানায় মামলা রুজু করা হয়। পরে মামলাটির তদন্তভার সিটিটিসির ওপর পড়ে। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ সেপ্টেম্বর নুর উদ্দিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।