ঢাকা: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী ও টেকনিক্যাল মোড় এক ঘণ্টা অবরোধের পর আল্টিমেটাম দিয়ে সরে গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খান একইসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি হওয়ায় দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সংকটে ভুগছে। ৩০ দিনের আন্দোলন, মানববন্ধন ও লিখিত আশ্বাসেও সমাধান না পেয়ে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
তাদের দাবিগুলো হলো: সরকার থেকে লিজ পাওয়া ৫.৫৭ একর জমি বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর করতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। ইউজিসির লাল তালিকা থেকে বিশ্ববিদ্যালয়কে অব্যাহতি দিতে হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে জমি দায়মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের কাছে বুঝিয়ে দিতে হবে।
দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদুল হক জানান, শিক্ষার্থীদের অবরোধে টেকনিক্যাল ও গাবতলীতে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে আল্টিমেটামের পর তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। দুপুর পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন।
এমএমআই/আরআইএস