ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

শহীদ পেশাজীবী পরিবারের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, জুলাই ১৩, ২০২৫
শহীদ পেশাজীবী পরিবারের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠানে অতিথিরা।

আগামী ২১ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও শহীদ পেশাজীবী পরিবারের সম্মাননা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সৈয়দ আলমগীর এবিএ, সৈয়দ আবদাল আহমেদ, প্রফেসর শামসুল আলম সেলিম, জাকির হোসেন ও রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক খুরশীদ আলম, আমিরুল ইসলাম কাগজী, রাশেদুল হক, ডা. রফিকুল ইসলাম লাবু, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার তানভীরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার হানিফ, বিপ্লবুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান, কামরুজ্জামান কল্লোল, তানভীরুল আলম, আমিনুল বারি কানন প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।