ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লা-৪ আসনের সাবেক এমপিসহ দুজনের বিরুদ্ধে সম্পদ অনুসন্ধানে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, জুলাই ৮, ২০২৫
কুমিল্লা-৪ আসনের সাবেক এমপিসহ দুজনের বিরুদ্ধে সম্পদ অনুসন্ধানে দুদক কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ

অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের পরিচালক (প্রশাসন) ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট মো. আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৪ এবং ইফতেখার আহমেদ মাসুদ, পরিচালক (প্রশাসন), হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজ— এই দুইজনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।