ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

নানা আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, জুলাই ১, ২০২৫
নানা আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল: সাহসের সঙ্গে বাংলানিউজ এগিয়ে যাবে, সেইসঙ্গে নতুন নতুন ধারার সাংবাদিকতা বাংলানিউজ সামনে নিয়ে আসবে সেই প্রত্যাশার মধ্য দিয়ে বরিশালে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেসক্লাবের হলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যেখানে কেক কেটে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথিরা।  

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, বাংলানিউজের এই ১৬ বছরের পদার্পণে সব কলাকৌশলীকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের ও দর্শকদের মন জয় করেছে। আগামী দিনে তারা চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে সমাজকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের মন জয় করবে এই আশাবাদ ব্যক্ত করছি।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু তার বক্তব্যে বলেন, বাংলানিউজ সারাদেশেই নানা রকম অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখবে সেই কামনা করছি, সেইসঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বাংলানিউজ পরিবারককে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সহকারী সেক্রেটারি মুফতি গাজী ওসমান গণি বলেন, আমরা আশা করি বাংলানিউজ মাটি-মানুষ ও মানবতার কথা বলবে। সমাজের অসংগতিগুলো তুলে ধরবে এবং জাতিকে পথ দেখাবে।

অতিথির বক্তব্যে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, সঠিক সময়ে সঠিক সংবাদ পরিবেশন করবে এটাই বাংলানিউজের কাছে আমাদের প্রত্যাশা। বাংলানিউজ জনপ্রিয়তা পাওয়ার পেছনে কারিগরি সহায়তার যেমন বিষয়টি কাজ করেছে, তেমনি সঠিক সময়ে সঠিক সংবাদ পরিবেশনও মুখ্য ভূমিকা রেখেছে। আমি চাই এ ধারাবাহিকতা বাংলানিউজ ধরে রাখুক।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলানিউজ এগিয়ে যাক, তারা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে এটাই আমাদের প্রত্যাশা।  

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন বলেন, বাংলানিউজ একটি পেশাদার নিউজ পোর্টাল। এখানে যারা কাজ করছেন তারা সবাই পেশাদারিত্ব মেনেই কাজ করেন, বিশেষ করে বরিশালের গণমানুষের চাওয়াগুলো নিয়ে কাজ করেন তারা। বাংলানিউজ গণমানুষের কাজগুলো করছেন, প্রত্যাশা থাকবে তারা যেন ভবিষ্যতে প্রান্তিক মানুষের কথা আরও তুলে ধরতে পারেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বরিশালের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক বিধান সরকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, বরিশাল প্রেসক্লাবের সহ-সম্পাদক এম মোফাজ্জেল।  

উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম সহিদুল্লাহ, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম লাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সদস্য হাফেজ মাওলানা সানাউল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন সুমন, কাওসার হোসেন রানা, সুমন চৌধুরী, মঈনুল ইসলাম সবুজ, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে খান রুবেল, শাহিন হাসান, খান রফিক, জুয়েল সরকার, ফিরোজ মোস্তফা, সৈয়দ মেহেদি হাসান, শাওন খান, এস এন পলাশ, পারভেজ রাসেল, আসাদুজ্জামান, জিয়া উদ্দিন বাবু, জিয়াউল করিম মিনার, রাসেল হোসেন, আরিফুর রহমান, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি খান মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আল আমিন সাগর, নুরুল আমিন রাসেল, উজ্জ্বল মুন্সী, আকিবুল ইসলাম আকিব, রেদোয়ান রানা প্রমুখ।

এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।