ঢাকা: ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরকালে তাদের কাছে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হবে। এটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়ে সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও পূর্ব এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ মে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আগামী ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। চার দিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।
টিআর/এএটি