ঢাকা: অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর।
বুধবার (২১ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
তরুণদের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, ‘তারুণ্যের উৎসব’-বিষয়ক কর্মপরিকল্পনা তথ্য অধিদপ্তর ইতোমধ্যে গ্রহণ করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. কাউসার আহাম্মদ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষাকে তারুণ্যের দৃষ্টিতে দেখলে সফলতা আসবে এবং দেশ আরও এগিয়ে যাবে।
তিনি জানান, ‘তারুণ্যের অগ্রযাত্রা’ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
তথ্য অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, সদর দফতর ও আঞ্চলিক তথ্য অফিসগুলোতেও ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করবে।
এসব আয়োজনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিসিজি/এসআইএস