ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

সেই বিমানের নিরাপদে অবতরণে বিচক্ষণতা দেখালেন ক্যাপ্টেন বিল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, মে ১৬, ২০২৫
সেই বিমানের নিরাপদে অবতরণে বিচক্ষণতা দেখালেন ক্যাপ্টেন বিল্লাহ ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়। তবে ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটির নিরাপদে অবতরণ করায় ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন যাত্রীকে এই বীরত্ব গাথার অংশীদার মনে করছে বিমান। ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদের দক্ষতা ও বিচক্ষণতায় বিমানটির সফল অবতরণ ঘটে।

বিমানের ফেসবুক পেজে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে টেকঅফের সময় ল্যান্ডিং গিয়ারের একপাশের চাকা যান্ত্রিক ত্রুটির কারণে খুলে যায়। এরকম অবস্থায় থাকাকালেও বিমানের অভিজ্ঞ এবং দক্ষ পাইলটদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের পরে ফ্লাইটের যাত্রীরা পাইলটদের এবং কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। ক্যাপ্টেন বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদ সঙ্গে দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন সম্মানিত যাত্রী এই বীরত্ব গাথার অংশীদার বলে মনে করে বিমান।

ছবি: সংগৃহীত

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বাংলানিউজকে বলেন,  দুপুর ১টা ১৫ মিনিটে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকার পথে উড়াল দেয়। উড্ডয়নের মুহূর্তে দুই মিনিট পর এর চাকা খুলে পড়ে যায়। বিষয়টি কন্ট্রোলরুমে জানানো হলে ঢাকা বিমানবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসও। এরপর নির্ধারিত সময়েই (২টা ১৭ মিনিটে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করে ওই উড়োজাহাজ। যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

এমআইএইচ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এভিয়াট্যুর এর সর্বশেষ