ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা-রাজউক-ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মে ১৩, ২০২৫
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা-রাজউক-ডিএনসিসি

ঢাকা: রাজধানীর গুলশান ও বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৩ মে) বনানী লেকের কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় ডিএনসিসি নির্মিত একটি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে এ কথা জানান ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইলের দিকে যাওয়া লেকপাড়ের রাস্তাটি রাজউকের মালিকানাধীন। সেখানে একটি ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে ডিএনসিসিকে অনুরোধ করেছে রাজউক। দ্রুত সময়ের মধ্যেই ডিএনসিসি সেখানে ড্রেন নির্মাণ করবে।

সিইও আরও জানান, ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি ইতোমধ্যে তিনটি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করেছে। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে এগুলো চালু করা হবে। সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় (কেমিক্যাল ছাড়া) পরিচালিত এসব প্ল্যান্ট কার্যকর হলে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের প্ল্যান্ট স্থাপন করা হবে।

বাড়িওয়ালাদের উদ্দেশে তিনি বলেন, বাড়ির পয়ঃবর্জ্য যেন সিটি করপোরেশনের স্টর্ম ড্রেনে না দেওয়া হয়। যেসব এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন নেই, সেখানে বাড়িভিত্তিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম।  

এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।