ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিলেটে ফাহিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, মে ১০, ২০২৫
সিলেটে ফাহিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ 

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ফাহিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে এবং প্রধান অভিযুক্ত সাঈদ আহমদ (২৩) ও মাহিদ আহমদ (১৯)।  

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ মে) মধ্যরাতে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ।  

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আসামিদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাদের রিমান্ড চাওয়া হয়নি।  

উল্লেখ্য, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৩০ এপ্রিল মধ্যরাতে সাঈদ আহমদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন একই গ্রামের মাওলানা আব্দুল আলীমের ছেলে ফাহিম আহমদ। পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  

এ ব্যাপারে ফাহিমের বাবা আব্দুল আলীম বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।