ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সময় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার: নূর আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, মে ৩, ২০২৫
সময় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার: নূর আহমদ

ঢাকা: আমাদের খুলায় অনেক সংকট আছে। সেটা উত্তরণে আমার জায়গা থেকে যা করণীয় সেটা করবো।

আপনারা যে যেখানে আছেন; দেশকে নিয়ে অর্থাৎ খুলনাবাসীকে নিয়ে ভাবুন। আসুন আমরা খুলনাবাসীর সুখ-দুঃখকে লালন করি। সময় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।

শনিবার (৩ মার্চ) খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক নূর আহমদ। তিনি আশা করেন, তাদের সংগঠন খুলনাবাসীর জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে।

নূর আহমদ বলেন, আমি সবসময় ভাবি কীভাবে দেশের সেবায় নিয়োজিত থাকবো। সাড়ে ৫ বছর পরে আমি হয়তো চাকরিতে থাকব না। তবে আমি চেয়ারে থাকা অবস্থায় যা দিয়ে যাব সেটাই আমার অর্জন।

তিনি মনে করেন, যেকোনো সংগঠনের জন্য দরকার স্বপ্নবাজ হওয়া। আপনাদের লিডারশিপ সে বিষয়কে গুরুত্ব দেবে। প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক দিককে গুরুত্ব দিতে হবে। অর্থ না থাকলে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যাবে না।

নূর আহমদ আরও বলেন, আমাদের স্বেচ্ছাচারী হতে হবে। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এটি বড় গুরুত্ব বহন করে। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ভেতরে লিডারশিপে সমস্যা থাকায় এগিয়ে যেতে পারেনি।

সংগঠনের সভাপতি ডা. সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন এক্সপার্ট মো. ওয়াজেদ আলী, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের সাবেক প্রধান প্রকৌশলী মো. সারোয়ার শেখ, এডিবির সিনিয়র অ্যাডভাইজার তুষারেফ হোসেন, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল ও গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট মামুনুর রহমান তুহিন।

এছাড়া বক্তব্য দেন খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকার সাধারণ সম্পাদক এস এম মুর্তুজা আলম বুলবুল, আয়োজক কমিটির সদস্য সচিব মল্লিক আসাদুর রহমান, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার অর্থ সম্পাদক আজিজুর রহমান, এ কে এম মাহবুবুর রহমান, মাকসুদুর রহমান সেলিম, মোল্লা ফারুক হোসেন, কাওছার বাচ্চু, লায়ন আজম খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং নানা দাবি উপস্থাপন করেন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।