ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

হলুদ-মরিচে রং, আটা আর ভুট্টার গুঁড়া!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, এপ্রিল ১০, ২০২৫
হলুদ-মরিচে রং, আটা আর ভুট্টার গুঁড়া!

চাঁদপুর: চাঁদপুরে হলুদ ও মরিচের গুঁড়ায় রং, আটা আর ভুট্টার গুঁড়া মেশানো এবং নোংরা পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মিষ্টি তৈরির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শহরের পুরান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। অভিযানে গিয়ে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে রং, আটা ও ভুট্টার গুঁড়া মেশানোর প্রমাণ পাওয়া যায়। এজন্য জীবন দে নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফেলে দেওয়া হয় ভেজাল মিশ্রিত হলুদ ও মরিচের গুঁড়া।  এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা দেন।  

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানান এ কর্মকর্তা‌।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।