ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিজ গ্রামে মাগুরার শিশুটির দাফন, আসামিদের বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, মার্চ ১৩, ২০২৫
নিজ গ্রামে মাগুরার শিশুটির দাফন, আসামিদের বাড়িতে আগুন শিশুটির প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে ধর্ষণের শিকার হয়ে নিহত সেই শিশুটির।
 
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, এসপি মীনা মাহমুদা, মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাফিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় নিয়ে আসা হয়। সন্ধ্যা সাতটার দিকে শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।   রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।   মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ১৩ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।