ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদপুর সরকারি হাসপাতালে ৩ নারী দালালকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জানুয়ারি ৮, ২০২৫
চাঁদপুর সরকারি হাসপাতালে ৩ নারী দালালকে কারাদণ্ড দালাল চক্রের আটক তিন নারী সদস্য

চাঁদপুর: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালাল চক্রের তিন নারী সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসরাত জাহান (৩০), খাদিজা আক্তার (২৮) ও নাসিমা বেগম (৪৫)। এদের মধ্যে ইসরাত ও খাদিজাকে এক মাস করে কারাদণ্ড এবং নাসিমাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে এদিন সকালে হাসপাতাল দালালমুক্ত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য চাঁদপুর সরকারি হাসপাতালের ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দালাল চক্রের ওই তিন নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খান বলেন, হাসপাতালের রোগীদের হয়রানি থেকে রক্ষায় আটক তিনজনকে সাজা দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর জন্য মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।