ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে বিলের মধ্যে পড়েছিল দুই যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, ডিসেম্বর ৮, ২০২৪
দেবিদ্বারে বিলের মধ্যে পড়েছিল দুই যুবকের মরদেহ

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে বিলের মধ্য থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

তবে স্থানীয়রা বলছেন, নিহতরা দুজনে ডিশ ব্যবসায়ী। যাদের একজনের বাড়ি দেবিদ্বার, অন্যজনের খাগড়াছড়ি।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাফরগঞ্জ এলাকার একটি বিলে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কি কারণে কে বা কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।