ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

খুলনা: যত দ্রুত সম্ভব আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেওয়াই এ সরকারের কাজ।

শনিবার (০৯ নভেম্বর) খুলনা মহানগরের শিরোমনি হাফিজিয়া মাদরাসায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে দেশের কী পরিস্থিতি দাঁড়াবে সেটি বলা মুশকিল।

হজের প্রসঙ্গ টেনে ধর্ম উপদেষ্টা বলেন, এবার এক লাখ টাকারও বেশি হজের খরচ কমিয়েছে সরকার। এ ছাড়া হজযাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, সে চেষ্টাও করছে বর্তমান সরকার।

সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক ও খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে।

রোববার (১০ নভেম্বর) তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন প্রধান অতিথি থাকবেন মাওলানা মুফতি আমির হামজা। বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদরাসার সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।