ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইবিতে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের তাণ্ডব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, সেপ্টেম্বর ৩০, ২০১২
ইবিতে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের তাণ্ডব

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগসহ উপাচার্য (ভিসি) ও উপউপাচার্যকে (প্রোভিসি) অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ এ তাণ্ডবলীলা চালায়।


পরে পুলিশি হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ অবরোধ তুলে নেয়।

এসময় ছাত্রলীগ ভিসির প্রফেসর ড. এম আলাউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।  

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে কাঙ্খিত কোটা না পেয়ে ছাত্রলীগের ক্যাডাররা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাঙচুর, বোমা বিস্ফোরণ, প্রশাসনিক ভবনে ভাঙচুরসহ নানা রকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এর সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসসহ ও প্রশাসনিক ভবনের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিন ও প্রোভিসি কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে।

পরে দুপুর দেড়টার দিকে পুলিশি হস্তক্ষেপে ছাত্রলীগ সড়ক অবরোধ তুলে নেয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনির উদ্দিন বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো্ ধরনের সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, “ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরা আন্দোলনে ডাক দিয়েছি। তার পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। ”   

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।