ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, অক্টোবর ৪, ২০২৪
জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জামালপুর: জামালপুর শহরের টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন আরও দুজন।  

শুক্রবার (০৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকায় জয়দর হোসেনের ছেলে রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।  

স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে টিউবওয়েলপাড় ত্রিমোড়ে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক রুকন। এসময় গুরুতর আহত হন অটোরিকশার দুই যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।  


জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, ট্রাকটি জব্দ করা যায়নি। অটোরিকশাটি থানায় আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।