ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা চার অটোরিকশাকে লরির চাপা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
দাঁড়িয়ে থাকা চার অটোরিকশাকে লরির চাপা, নিহত ২

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কু‌মিল্লার চৌদ্দগ্রা‌মে লরির চাপায় সিএনজিচালিত অ‌টো‌রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. শাহাদত।

তিনি জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ এক পুরুষ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।  

লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।