ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আরও সংস্কার কমিশন হচ্ছে: মাহফুজ আলম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরও সংস্কার কমিশন হচ্ছে: মাহফুজ আলম ফাইল ফটো

ঢাকা: নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করেছে ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। এ রকম আরও সংস্কার কমিশন গঠন করার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬ কমিশনের সঙ্গে প্রথমবারের বৈঠক করেন সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ ভার্চুয়ালি যুক্ত হন এ বৈঠকে, বাকি পাঁচজন প্রধান সশরীরে উপস্থিত ছিলেন।

আরও সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত দিয়ে মাহফুজ আলম বলেন, পরবর্তীতে আরও সংস্কার কমিশন গঠনের প্রস্তাব টেবিলে আছে। সময় করে সেগুলো গঠিত হবে।

সংস্কার কমিশন গঠনের কারণ সম্পর্কে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট ছিল। এখন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে। তেমনিভাবে নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব আছে, সেটা হচ্ছে দেশের যে প্রতিষ্ঠানগুলো গত ১৫ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো জনগণের স্বার্থে কাজ করতে পারছে না, সেগুলোকে ঢেলে সাজানো।

মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করবে। তাদের ওপর কোন রকম রাজনৈতিক চাপ না থাকে সে ব্যাপারে আলোচনা হয়েছে।

ছয় সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজকের সংষ্কার কমিশনের প্রথম বৈঠক ছিল, সেখানে প্রধানত সংস্কার ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কমিশনগুলো কীভাবে কাজ করতে চায়, কর্মপদ্ধতি কি হবে, সদস্য বাছাইয়ের প্রক্রিয়া কি হবে, কবে প্রতিবেদন দেবেন। তাদের সঙ্গে রাজনৈতিক দল বা পেশাজীবী সংগঠন আছে তাদের অংশগ্রহণ কীভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে ছিলাম। বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। ভোটাধিকার থেকে শুরু করে বহুক্ষেত্রে বঞ্চনা। এটার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য কতগুলো পরিবর্তন আনতে হবে। কতগুলো সংস্কার করতে হবে। আমাদের প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ কি আশা করছে সেটা বৈঠকে আলোচনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।